২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:১৬

দর্শকদের দামী ইনিংস উপহার দিলেন স্মিথ-ওয়ার্নার

অনলাইন ডেস্ক

দর্শকদের দামী ইনিংস উপহার দিলেন স্মিথ-ওয়ার্নার

গত মার্চে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সফরের কেপটাউন টেস্টের বল বিকৃতি কাণ্ডে দোষী সাবস্ত হওয়ায় দুই ক্রিকেটারকেই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসনে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া৷ 

পরবর্তী সময়ে শাস্তি কিছুটা লঘু হয়৷ ফলে দেশের জার্সিতে না হলেও ক্লাব ক্রিকেট বা বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পেয়েছেন স্মিথ-ওয়ার্নার৷ ক্যারিবিয়ান ক্রিকেট লিগেও খেলতে দেখা গিয়েছে দুই ক্রিকেটারকে৷ এবার অস্ট্রেলিয়ার মাটিতে ক্লাব ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা গেল স্মিথ-ওয়ার্নারকে৷

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট লিগে ব়্যান্ডউইক পিটারস্যামের হয়ে ৯৮ বলে সেঞ্চুরি হাঁকালেন ওয়ার্নার৷ অন্যদিকে সাদারল্যান্ডের হয়ে মাত্র ১৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন স্মিথ৷ সেঞ্চুরির পর এদিন পুরানো মেজাজে পাওয়া গেল ওয়ার্নারকে৷ সেঞ্চুরি করে শূন্যে হাত ছুঁড়ে লাফাতে দেখা যায় ওয়ার্নারকে৷

শতরান করেই থেমে থাকেননি ওয়ার্নার৷ স্যান্ড পেপার গেট কাণ্ডের ১৮২ দিন পর অস্ট্রেলিয়ান ক্রিকেটে প্রত্যাবর্তন করে ব্যাট হাতে ১৫২ বলে ১৫৫ রানের ইনিংস খেলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান৷ নিউ সাউথ ওয়েলথের ২৭৮ রানের জবাবে ওয়ার্নারের ১৫৫ রানরে ইনিংসে ভর করে শেষ বলে থ্রিলার ম্যাচ জেতে ব়্যান্ডউইক পিটারস্যাম দল৷


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর