শিরোনাম
২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৫২

'হেলিকপ্টার শট'র পর এবার নতুন শট আবিষ্কার ধোনির!

অনলাইন ডেস্ক

'হেলিকপ্টার শট'র পর এবার নতুন শট আবিষ্কার ধোনির!

ফাইল ছবি

মহেন্দ্র সিংহ ধোনি মানেই মাঠের ভিতরে অবাক সব কাণ্ডকারখানা। এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে তার ফিল্ডিং পরিবর্তন নিয়ে দারুণ আলোচনা হয়েছে। তার পাতা ফাঁদে পা দিয়ে সাজঘরে ফিরতে হয়েছে সাকিব আল হাসানকে। 

সেই ম্যাচেই ধোনিকে অদ্ভুত একটা শট মারতে দেখা গেছে। এই শটের নাম 'স্ল্যাপিং শট'। ধোনি বিখ্যাত তার হেলিকপ্টার শটের জন্য। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বজয়ী অধিনায়ক মারলেন 'স্ল্যাপিং শট'। 

প্রথমে ব্যাট করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে খুব সহজেই ম্যাচ জিতে যায় রোহিত শর্মার ভারত। ভারতীয় ইনিংসের ৩২তম ওভারের ঘটনা। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তাজার বলে ফ্রি হিট পায় ভারত। ধোনি মারেন প্রবল জোরে 'স্ল্যাপিং শট'। সেই শটের আঘাত থেকে নিজেকে সরিয়ে নিয়ে কোন রকমে বেঁচে যান আম্পায়ার। বল রকেটের গতিতে বাউন্ডারি লাইনে পৌঁছে যায়। 

এতদিন ধোনির 'হেলিকপ্টার শট' দেখার অপেক্ষায় থাকতেন সবাই। এবার থেকে যোগ হল 'স্ল্যাপিং শট'। টেনিস খেলায় যেমন ফোরহ্যান্ড শট মারা হয়, ঠিক তেমনই এই শটও অনেকটা সেরকমই। 

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর