২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৫৮

ভারতের বিপক্ষে পাকিস্তানের পরিকল্পনা জানালেন ইমাম

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে পাকিস্তানের পরিকল্পনা জানালেন ইমাম

এশিয়া কাপের চলতি আসরে অন্যতম শক্তিশালী দল পাকিস্তান। কয়েক বছর ধরেই বোলিং, ব্যাটিং, ফিল্ডিং- তিন বিভাগেই দারূণ পারফরম্যান্স করে চলেছে এই দলটি। তবে এশিয়া কাপের ১৪তম আসরের গ্রুপ পর্বে ভারতের বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৮ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। 

গ্রুপ পর্বের পর আজ সুপার ফোরে আবার দেখা হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে এবার আর ভারতের কাছে পাকিস্তানকে একই ভাগ্যবরণ করতে দেবেন না উদ্বোধনী ব্যাটসম্যান ইমাম-উল-হক। জানালেন পাকিস্তানের পরিকল্পনাও।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের শক্তিমত্তার দিক হল বোলিং। ভারতের ব্যাটিং খুবই শক্তিশালী। আমাদের লক্ষ্য হল ভারতের ১০ উইকেট নেওয়া। তাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা সেট হয়ে গেলে তারা বড় স্কোর গড়ে। আমরা নতুন বলে তাদের ব্যাটিং লাইন-আপে আঘাত করতে চাই।’

এ সময় তিনি আরও বলেন, ‘আসলে আপনারা বলতে পারেন যে ভারতের বিপক্ষে আমরা নিজেরাই নিজেদের হেরে যেতে দিয়েছি। বিশেষ করে ব্যাটিং বিভাগের ব্যর্থতায়। আপনার উদ্বোধনী ব্যাটসম্যানরা যদি ১০ ওভারের মধ্যেই আউট হয়ে যায় তাহলে ম্যাচে ঘুরে দাঁড়ানোটা কঠিন হয়। গত ছয় মাস ধরে আমি, বাবার আজম ও ফখর জামান ভালো ফর্মে আছি। আসলে বড় ম্যাচগুলোতে আমাদের দায়িত্ব হচ্ছে এমন একটা প্লাটফর্ম তৈরি করে দেওয়া যাতে লোয়ার অর্ডারে যারা ব্যাট করতে নামবে তারা হিট করতে পারে। আফগানিস্তানের বিপক্ষে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি। আল্লাহ চাইলে ভারতের সঙ্গে এবার আমরা ফাইট দিব।’ 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর