২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৫৮

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে দর্শকশূন্য গ্যালারি

আসিফ ইকবাল, আবুধাবি থেকে

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে দর্শকশূন্য গ্যালারি

এশিয়া কাপের শুরু থেকেই গ্যালারি ভর্তি দর্শকদের উপস্থিতি দেখা গেলেও সুপার ফোরে এসে উল্টো পিঠও দেখা যাচ্ছে। আজ রবিবার বিকাল সাড়ে ৫টায় আবুধাবিতে শুরু হওয়া বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে প্রায় দর্শক শূন্য গ্যালারি। বিকাল পৌনে ৬টায় এই রিপোর্ট খেলা পর্যন্ত গ্যালারিতে দুই থেকে তিনশ' দর্শকদের উপস্থিতি ছিল।

এদিকে, একই সময়ে দুবাইয়ে শুরু হয়েছে সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচ। ক্রিকেটে বিশ্বে এই দুই দলের লড়াই বরাবরই ক্রিকেটপ্রেমীদের কাছে কাঙ্ক্ষিত হলেও সেখানেও গ্রুপ পর্বের মতো দর্শকদের উপস্থিতি নেই। তবে সেখানকার গ্যালারি আবুধাবির গ্যালারির মতো এত ফাঁকা নয়।

ধারণা করা হচ্ছে, একই সঙ্গে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় দর্শকরা ভাগ হয়ে গেছে। আবার অনেকে ভারত-পাকিস্তান ম্যাচটিকে বেশি গুরুত্ব দেওয়ায় সেখানে বেশি দর্শকদের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে আবুধাবি স্টেডিয়াম সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সময় গড়াতে দর্শকদের সংখ্যা বাড়তে থাকবে।


বিডি-প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর