২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:২৫

জোড়া শতকে পাকিস্তানের বিপক্ষে ভারতের দাপুটে জয়

অনলাইন ডেস্ক

জোড়া শতকে পাকিস্তানের বিপক্ষে ভারতের দাপুটে জয়

সংগৃহীত ছবি

শেখর ধাওয়ান ও রোহিত শর্মার জোড়া শতকে ভর করে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে দাপুটে জয় পেয়েছে ভারত। শোয়েব মালিকদের দেওয়া ২৩৮ রানের টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ২১০ রান তুলেন রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। তবে শেষ পর্যন্ত ৩৯.৩ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনিরা।

আর শেখর ধাওয়ান তুলে নেন ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি মাত্র ১০০ বল খেলে ২টি ছক্কা ও ১৬টি চারের মারে ১১৪ রান করেন ধাওয়ান।

এদিকে এদিন নিজের ১৮১তম ওয়ানডে ম্যাচে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন রোহিত শর্মা। পাশাপাশি তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি।
১১১ বলে ১১৯ রান করেন রোহিত। যেখানে ৭টি চারের মার ও ৪টি ছক্কার মার ছিল।

এর আগে শোয়েব মালিকের ৭৮ রানে ভর করে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৩৭ রান করে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর