২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১০:০৫

১৯ বছরের রেকর্ড ভাঙলেন মাহমুদুল্লাহ-ইমরুল

অনলাইন ডেস্ক

১৯ বছরের রেকর্ড ভাঙলেন মাহমুদুল্লাহ-ইমরুল

এশিয়া কাপের সুপার ফোরে রবিবার বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং বাংলাদেশের জয় নিশ্চিত করলেও আসলে ম্যাচটিতে লড়াই করার যে রসদ, সেটা এসেছিল ষষ্ঠ উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসের ১২৮ রানের জুটিতে। সেই লড়াইয়ের মধ্যেই ১৯ বছরের একটা রেকর্ডও ভেঙেছেন তারা। গড়েছেন ১২৮ রানের জুটি, যা বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ।

এদিন, ৮৭ রানের ৫ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশ যখন টুর্নামেন্টে আরও একবার ব্যাটিং বিপর্যয়ে ঠিক তখনই ত্রাতা হয়ে ক্রিজে দাঁড়িয়ে যান রিয়াদ ও ইমরুল। ৩ চার এবং ২ ছক্কায় ৭৪ রান করে মাহমুদুল্লাহ রিয়াদ ফিরে গেলেও ৬ চারের সাহায্যে ৭২ রানে অপরাজিত থাকেন ইমরুল কায়েস।

এর আগের রেকর্ড ছিল ১৯৯৯ সালের। সেদিন ওয়েস্ট ইন্ডিজের ২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৬ রানে ৫ উইকেট হারানোর পর আল শাহরিয়ার ও খালেদ মাসুদের ষষ্ঠ উইকেটে ১২৩ রানের জুটি দলকে জেতাতে না পারলেও ষষ্ঠ উইকেটে সেটিই ছিল এতদিন বাংলাদেশের সর্বোচ্চ রান।

বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর