২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০৮:৫২

খেলরত্ম অ্যাওয়ার্ড পেলেন কোহলি

অনলাইন ডেস্ক

খেলরত্ম অ্যাওয়ার্ড পেলেন কোহলি

খেলায় ভারতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ম অ্যাওয়ার্ড পেলেন ভারতের জাতীয় ক্রিকেটার বিরাট কোহলি। এর আগে ভারতের দুই ক্রিকেটারকে এ সম্মান দেয়া হয়। তারা হলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার (১৯৯৭) ও মহেন্দ্র সিং ধোনি (২০০৭)।

২৯ বছরের কোহলি বর্তমানে ওয়ানডে ও টেস্ট ফরমেটে সেরা খেলোয়াড়ের তালিকায় এক নম্বরে আছেন। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে বর্ষসেরা খেলোয়াড় ঘোষণা করে।  

মঙ্গলবার কোহলির হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এসময় দর্শকসারিতে বসা ছিলেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর