২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৪৯

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে যা বললেন সেলিম মালিক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে যা বললেন সেলিম মালিক

ফাইল ছবি

এশিয়া কাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত এক জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ।  তারপর আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে বাজে হারে।  তবে শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ রানের নাটকীয় জয়ে আবারও উজ্জীবিত হয়েছেন টাইগাররা।  সুপার ফোরে আজ শেষ ম্যাচ খেলতে আবুধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। দুই দলের পয়েন্টই ২ করে। ফাইনালে যেতে হলে জয়ের বিকল্প নেই।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে বাংলাদেশ।  সবশেষ তিন দেখায় তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা।  ঢাকায় পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল মাশরাফির দল। 

পাকিস্তানের অবস্থা যে খারাপ তা সাবেক অধিনায়ক সেলিম মালিকের কথায় স্পষ্ট। দেশটির ইংরেজি ডনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘আগে পাকিস্তান দলে এমন অনেক ক্রিকেটার ছিলেন যারা বিপর্যয়ের সময়ে হাল ধরতে পারতেন। কিন্তু এই দলে তেমন কোনো ক্রিকেটারকে চোখেই পড়ছে না।’

সেলিম মালিক আরও বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান দুজন ব্যাটসম্যানের উপর ভরসা করতে পারে। একজন শোয়েব মালিক, অন্যজন বাবর আজম। এছাড়া দলে কোনো সলিড ব্যাটসম্যান নেই।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর