২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৩৯

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পরিসংখ্যানে কে এগিয়ে?

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পরিসংখ্যানে কে এগিয়ে?

১৪তম এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই আনপ্রেডিক্টেবল ক্রিকেট টিম। তবে দুই দলের যেমন অনেক মিল রয়েছে তেমনি অনেক অমিলও বর্তমান। ফাইনালের ভারতের মুখোমুখি হতে মরিয়া থাকবে পাকিস্তান। তবে ছেড়ে দেওয়ার পাত্র নয় টাইগার বাহিনী। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় আবুধাবিতে মুখোমুখি হচ্ছে তারা। চলুন পরিসংখ্যানে জেনে নিই দুই দলের মধ্যে কে এগিয়ে-

বাংলাদেশ ও পাকিস্তান সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৫ সালে মিরপুর শেরে- ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে দ্বি-পাক্ষিক সিরিজে। তিন ম্যাচের ওই সিরিজে পাকিস্তানকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ ৭৯ রানে জয় পায়, দ্বিতীয় ম্যাচে ৭১ বল বাকি রেখে ৭ উইকেটের জয়। আর তৃতীয় ম্যাচে ৬৩ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয়ে পাকিস্তানকে ধবল ধোলাই করে মাশরাফি বাহিনী।

অপরদিকে সবশেষ ২০১৪ সালে এশিয়া কাপে শেষ ওভারে ১ বল বাকি থাকতে ৩ রানের জয় পায় পাকিস্তান। এছাড়া ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে ২ রানের নাটকীয় জয় পায় পাকিস্তান।

অর্থাৎ বাংলাদেশ-পাকিস্তানের সবশেষ পাঁচ ম্যাচের মাঝে পাকিস্তান ২টিতে এবং বাংলাদেশ ৩টি ম্যাচে জয় পায়।

এছাড়া বিভিন্ন দলের বিপক্ষে নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৩টি হার ও ২টিতে জয় পেয়েছে। আর পাকিস্তান ৩টিতে জয় ও ২টিতে হারের স্বাদ পেয়েছে।

এদিকে আজকের ম্যাচে চোখ থাকবে পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের প্রতি। ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম শাদাব খানরা নিজেদের সেরাটা আজ দিতে মরিয়া থাকবেন। আর বাংলাদেশের চার সিনিয়র ক্রিকেটারের (মাশরাফি, মুশফিক, সাকিব ও মাহমুদুল্লাহ) সঙ্গে ভূমিকার রাখতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজ ও রুবেল হোসেন। তবে লড়াইটা বেশ উপভোগ্য হবে সেই আশা করতেই পারেন ভক্তরা। 

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর