শিরোনাম
১৫ অক্টোবর, ২০১৮ ০০:০৫

হঠাৎ ফুটবলকে বিদায় জানালেন কাসানো

অনলাইন ডেস্ক

হঠাৎ ফুটবলকে বিদায় জানালেন কাসানো

ইতালি জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড অ্যান্টোনিও কাসানো হঠাৎ করেই সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি সিরি-সি লিগের ছোট দল ভারচুস এনটেলায় যোগ দিয়েছিলেন।

এ ব্যাপারে এক বিবৃবিতে কাসানো বলেছেন, ‘গত কিছুদিনের অনুশীলনের পর আমি বুঝতে পেরেছি ধারাবাহিকভাবে অনুশীলণ চালিয়ে যাওয়ার মত মানসিকতা এখন আর আমার নেই। ভাল ফুটবল খেলতে হলে আবেগ ও যোগ্যতার প্রয়োজন আছে। সর্বোপরি লক্ষ্যে পৌঁছার নিরূপনটা খুব জরুরি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে অন্য কিছু বিষয়ে অগ্রাধিকারটা বেশি। এখন আমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে গেছে। ফুটবলকে বাদ রেখে আরো কিছু বিষয়ে যে আমি নিজেকে প্রমাণ করতে পারি সেটাই এখন আমি চেষ্টা করে যাচ্ছি।’

ইতালির হয়ে ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কাসানো। সপ্তাহ খানেক আগে কোনো ধরনের চুক্তি ছাড়াই তিনি এনটেলার হয়ে অনুশীলন করতে রাজী হন। কিন্তু পরবর্তীতে ৩৬ বছর বয়সী এই ফরোয়াড় বুট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর