১৫ অক্টোবর, ২০১৮ ০০:৫৮

তিনগুণ বেশি বেতনেও বার্সা ছাড়েননি মেসি

অনলাইন ডেস্ক

তিনগুণ বেশি বেতনেও বার্সা ছাড়েননি মেসি

বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। স্প্যানিশ জায়েন্ট বার্সেলোনার এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছেন তিনি। তাইতো বার্সার চেয়ে তিনগুণ বেশি বেতনে মেসিকে প্রস্তাব দেওয়া হলেও প্রিয় ক্লাবটি ছাড়েননি তিনি।

জানা গেছে, ২০১৬ সালে কোচ হিসেবে পেপ গার্দিওলাকে নিয়োগ দিয়েছিল ম্যানচেস্টার সিটি। বার্সেলোনার প্রাক্তন কোচ গার্দিওলাকে নিয়োগ দেওয়ার পর মেসিকে চেয়েছিল সিটি।

সম্প্রতি স্প্যানিশ এক গনমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মেসিকে এমন লোভনীয় প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন ম্যানসিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক। এ প্রসঙ্গে ম্যানসিটি চেয়ারম্যান বলেন, ‘আমরা গার্দিওলাকে তার (মেসি) সঙ্গে কথা বলতে বলেছিলাম। আমরা তাকে বার্সার চেয়ে তিনগুণ বেশি বেতনের প্রস্তাব দিয়েছিলাম। তবে মেসি সেই প্রস্তাব গ্রহণ করেননি।’

উল্লেখ্য, গার্দিওলার অধীনে বার্সেলোনায় মোট চারটি মৌসুম খেলেছিলেন মেসি। ওই সময়ে দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৪টি শিরোপা জিতে বার্সা। ম্যানসিটির কর্তাব্যক্তিরা ভেবেছিলেন, গার্দিওলার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় হয়তো তার প্রস্তাবে সাড়া দিতে পারেন মেসি। কিন্তু শৈশবের ক্লাবের প্রতি ভালোবাসার কথা জানিয়ে লোভনীয় প্রস্তাবকে ফিরিয়ে দেন ফুটবল নক্ষত্র মেসি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর