Bangladesh Pratidin

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০১৮ ১৬:৪৫ অনলাইন ভার্সন
বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের তৃতীয় টি-২০ পরিত্যক্ত
অনলাইন ডেস্ক
বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের তৃতীয় টি-২০ পরিত্যক্ত
সংগৃহীত ছবি

বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে উইলোমোর পার্কে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে।

ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জেতার পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার লড়াইটা ছিল মূলত একপেশে। যে কারণে সীমিত ওভারে পাঁচ ম্যাচ মিলিয়ে দক্ষিণ আফ্রিকা তাদের ২২ জন খেলোয়াড়কে পরখ করে দেখেছে। তিন ম্যাচের ওয়ানডে ও এক ম্যাচের টি-২০ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা চলতি মাসের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে। আর এই সপ্তাহেই তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে যাচ্ছে জিম্বাবুয়ে। আগামী রবিবার ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে ম্যাচ।

জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা বলেছেন- দক্ষিণ আফ্রিকায় তার দলের ব্যাটিং ছিল দারুণ হতাশাজনক। তিনি বলেন, আমাদের দ্রুতই বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। বিশেষ করে শীর্ষ তিন থেকে চারজন ব্যাটসম্যানের কাছ থেকে অবশ্যই ভাল রান আসতে হবে।

রবিবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্বে থাকা জেপি ডুমিনি বলেছেন- এই সিরিজের মাধ্যমে আমাদের সামনে বেশ কিছু খেলোয়াড়কে ঝালিয়ে নেবার সুযোগ এসেছে। নির্বাচকরাও তাদের উপর দৃষ্টি রেখেছে। আমরা বেশ খানিকটা আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছি। যদিও এখনো দলের বেশ কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow