১৭ অক্টোবর, ২০১৮ ০৬:৩১

গ্রিজম্যানের জোড়া গোলে ফ্রান্সের কাছে ধরাশায়ী জার্মানি

অনলাইন ডেস্ক

গ্রিজম্যানের জোড়া গোলে ফ্রান্সের কাছে ধরাশায়ী জার্মানি

সংগৃহীত ছবি

বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ধরাশায়ী হয়ে গেল জার্মানি৷ উয়েফা নেশন লিগে রেলিগেশন ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারাল ফ্রান্স৷ বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে গোল দু'টি করেন অ্যান্তনি গ্রিজম্যান। আর জার্মানির পক্ষে গোলটি করেন টনি ক্রুজ৷

মঙ্গলবার রাতে প্যারিসে জার্মানির স্বপ্নভঙ্গ হলো৷ চলতি বছরটা মোটেই ভালো যাচ্ছে না জোয়াকিম লো'র দলের৷ রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায় নেওয়া জার্মানির দুঃস্বপ্ন অব্যাহত৷ আগের ম্যাচে শনিবার নেদারল্যান্ডের কাছে ০-৩ গোল হজম করার পর বিশ্বচ্যাম্পিয়নদের কাছেও হার হজম করতে হলো তাদের৷

ফ্রান্স গত সপ্তাহে হোঁচট খেলেছিল৷ ফ্রেন্ডলি ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করে বিশ্ব চ্যাম্পিয়নরা৷ কিন্তু এদিন জার্মানির বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস বাড়াবে গ্রিজম্যানদের৷ বিশ্বকাপ ফাইনালের দলে এদিন একটি পরিবর্তন করে ফ্রান্স৷ আহত স্যামুয়েল উমতিতির পরিবর্তে দলে ঢোকে কিমপেমবে৷

অন্যদিকে, আগের ম্যাচে ডাচদের বিরুদ্ধে হারের পর এদিন দলে পাঁচটি পরিবর্তন করেছিলেন জার্মান কোচ৷ কিন্তু তাতেও হার এড়াতেও পারল না জার্মানি৷ ফরাসিদের বিপক্ষে ত্রয়োদশ মিনিটে  এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি কিকে জার্মানদের এগিয়ে নেন টনি ক্রুস।

৬২তম মিনিটে সমতায় ফেরা গোলের দেখা পায় ফ্রান্স। বাঁ দিক দিয়ে লুকা এরনঁদেজের ক্রসে নিখুঁত হেডে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন গ্রিজমান। এরপর ৮০তম মিনিটে পেনাল্টি কিকে জয়সূচক গোলটি করেন গ্রিজমান। পেনাল্টি দেশের হয়ে গ্রিজমানের গোল হলো ২৬টি।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর