১৭ অক্টোবর, ২০১৮ ১৪:৩১

বরাবরই নিজেকে সৎ ও স্বচ্ছ রেখেছি : জয়সুরিয়া

অনলাইন ডেস্ক

বরাবরই নিজেকে সৎ ও স্বচ্ছ রেখেছি : জয়সুরিয়া

শ্রীলঙ্কান ব্যাটিং গ্রেট সনাৎ জয়সুরিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে আইসিসি। সংস্থাটির দুর্নীতি দমন শাখার তদন্তে তিনি সহযোগিতা করেননি বলেও অভিযোগ করা হয়েছে। তবে তিনি সেই অভিযোগের বিষয়ে খুব দ্রুত প্রতিক্রিয়াও জানান। 

এক বিবৃতিতে নিজেকে সৎ ও স্বচ্ছ বলে দাবি করেন মাতারা হারিকেন খ্যাত এই ক্রিকেটার।

শ্রীলঙ্কার প্রাক্তন এই তারকার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ প্রমাণিত হলে নির্বাসনের মুখে পড়তে পারেন। ক্রিকেটের যে কোনও পদ থেকে তাকে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত নির্বাসিত হবেন। অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত সময় পেয়েছেন তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, ক্রিকেটে বরাবরই নিজেকে সৎ ও স্বচ্ছ রেখেছি আমি। ভবিষ্যতেও তেমনই থাকব। তবে এই ব্যাপারে আমাকে মন্তব্য করতে বারণ করা হয়েছে। মন্তব্য করলে সেটা আইসিসি'র নিয়ম ভাঙা হবে। 

আইসিসি যে অভিযোগগুলো করেছে, তার সঙ্গে ম্যাচ ফিক্সিং, পিচ ফিক্সিং বা সেই ধরনের দুর্নীতির কোনও সম্পর্ক নেই।

বিডি প্রতিদিন/১৭ অক্টোবর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর