১৮ অক্টোবর, ২০১৮ ০৫:৪৫

রাজনীতিতে যোগ দিলেন হাসিন

অনলাইন ডেস্ক

রাজনীতিতে যোগ দিলেন হাসিন

ভারতীয় পেসার মোহাম্মদ শামির সঙ্গে স্ত্রী হাসিন জাহানের সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আদালত পর্যন্ত পৌঁছে গেছে শামি-হাসিনের বিবাদ। তবে স্বামী-স্ত্রীর টানাপোড়েনের অধ্যায় পেছনে ফেলে এবার হাসিন জাহান রাজনীতিতে যোগ দিলেন।

ভারতীয় সংবাদ সংস্থা 'এএনআই' এর খবর অনুযায়ী, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল কংগ্রেসে যোগ দেন হাসিন। মুম্বাই কংগ্রেস কমিটির সভাপতি সঞ্জয় নিরুপম ফুল দিকে তাকে রাজনীতিতে আসায় শুভেচ্ছা জানান। হাসিন যে রাজনীতিতে যোগ দিচ্ছেন আগে থেকে তার কোন পূর্বাভাস ছিল না। আর এ কারণে তার রাজনীতিতে আসায় অবাক হয়েছেন অনেকে।

এর আগে হাসিন তার স্বামী মোহাম্মদ শামি এবং তার পরিবারের বিরুদ্ধে তাকে হত্যার চেষ্টা এবং শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ আনেন। সেই মামলায় ভারতীয় পেসার শামিকে এবং তার ভাইকে আদালতে যেতে হয়। এছাড়া মামলায় তিনি শামির কাছে ভরণপোষণ বাবদ মাসে ১০ লাখ রুপি দাবী করেন। যদিও সে মামলা কলকাতা এয়ারপোর্ট আদালতে ঝুলছে। এরপর হাসিন অন্তত মেয়ের স্কুল খরচ দেওয়ার কথা জানায় শামীর কাছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর