১৮ অক্টোবর, ২০১৮ ১৯:০২

অস্ট্রেলিয়া সফর বড় চ্যালেঞ্জ: ভুবনেশ্বর

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া সফর বড় চ্যালেঞ্জ: ভুবনেশ্বর

ফাইল ছবি

বল বিকৃতি কেলেঙ্কারিতে নির্বাসিত থাকায় ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফরে স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার নেই। তবে দুই তারকা ক্রিকেটার না থাকলেও এই সফরে কম চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকবে না। মনে করছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার।

বুধবার সাংবাদিকদের ভুবনেশ্বর বলেন, ‘‘অস্ট্রেলিয়া সফর বড় চ্যালেঞ্জ। যদিও কোনও সফরই সোজা নয়। তবে অস্ট্রেলিয়া সফর বেশি কঠিন হবে। কারণ, বিদেশে যেখানেই খেলতে হোক না কেন, সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা জরুরি। তাছাড়া বোলারদের কাছেও ব্যাপারটা সোজা নয়। আজকাল তো পিচ থেকে খুব একটা সাহায্যও পাওয়া যায় না।’’

এক বছরের নির্বাসনের শাস্তি কাটাচ্ছেন স্মিথ ও ওয়ার্নার। তাঁদের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলতে পারে আসন্ন সফরে, প্রশ্নে ভুবি বলেন, ‘‘এমন দু’জন ক্রিকেটার ওদের দলে নেই, যারা দীর্ঘদিন দলের জন্য অবদান রেখেছে। তবে ওরা না থাকলেও অন্য ব্যাটসম্যানেরা রয়েছে, আর ওরাও কিন্তু খারাপ ক্রিকেটার নয়।’’ 

সঙ্গে ভুবনেশ্বর আরও বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের ঘরের মাঠে খেলার সুবিধা রয়েছে। তাছাড়া যদি এই সফরটা সোজাই হত, তাহলে এর আগে আমরা সব সময়ই ওখানে জিততাম। তাই বলছি সফরটা কঠিন হবে। আমাদের প্রস্তুতি আর প্র্যাক্টিস ম্যাচের উপরে অনেককিছু নির্ভর করবে।’’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর