১৮ অক্টোবর, ২০১৮ ১৯:৫২

'বর্তমান ফুটবলের পরিবেশ মেসির সঙ্গে যায় না'

অনলাইন ডেস্ক

'বর্তমান ফুটবলের পরিবেশ মেসির সঙ্গে যায় না'

স্প্যানিশ জায়েন্ট ক্লাব বার্সেলোনার জার্সিতে আর্জেন্টাইন তারকা যতটা সফল জাতীয় দলের জার্সিতে ততটাই স্তব্ধ তিনি।  আর্জেন্টিনার হয়ে চারটি বিশ্বকাপের মধ্যে ২০১৪ সালের ফাইনাল খেলা জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারের সেরা সাফল্য।  রাশিয়া বিশ্বকাপে ভালো করতে না পারায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছেন তিনি। ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনা প্রশ্ন তুলেছেন তা নেতৃত্ব নিয়েও।

তারই জের ধরে ম্যারাডোনার সঙ্গে কাজ করা আর্জেন্টিনার সাবেক ফিটনেস কোচ বলেন, 'মনে হয়, এতো বছর যদি মেসি স্পেনের হয়ে খেলতো তবে সে বিশ্বকাপ জয়ী তারকা হতো।

ফার্নান্দো সিগনোরিনি বলেন, 'আমার এখন মনে হয়, মেসি যদি স্পেনের হয়ে খেলতো এতোদিন সে বিশ্বকাপ জয়ী ফুটবলার হতো। কিন্তু সে তা না করে দলের হয়ে খেলে যাচ্ছে। অথচ তারা বলছে মেসি তার নিজের দেশকে বেচে দিচ্ছে, দেশের হয়ে সে খেলতে চাই না। যদিও মেসি তার দেশকে অন্য সবকিছুর থেকে বেশি প্রাধান্য দিয়েছে।'

ফার্নান্দো বলেন, 'দুঃখের বিষয় হলো আগে যারা মেসির প্রশংসা করতো এখন তাদের সমালোচনায় মেসি জবাব দিতে পারে না। আসলে সে খুব ঠান্ডা। আর তাই যারা তার সমালোচনা করে তারা জানে মেসি কড়া ভাষায় কথা বলতে পারে না। মেসি কারো সমালোচনা গায়ে মাখে না। আমার মতে, বর্তমান ফুটবলের যে পরিবেশ তা মেসির সঙ্গে যায় না।'


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর