১৯ অক্টোবর, ২০১৮ ১৮:২৫

অজিদের ৩৭৩ রানে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

অনলাইন ডেস্ক

অজিদের ৩৭৩ রানে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

সংগৃহীত ছবি

দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে ৩৭৩ রানে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের নতুন বোলিং সেনসেশন মোহাম্মদ আব্বাসের অসাধারণ বোলিংয়ে একদিন হাতে রেখেই ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সরফরাজ বাহিনী। দুই ইনিংস মিলিয়ে ৯৫ রানে ১০ উইকেট নিয়েছেন ম্যাচ সেরা হয়েছেন আব্বাস।

আবুধাবি টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৮২ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস।  জবাবে মাত্র ১৪৫ রানে গুঁড়িয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তৃতীয় দিনের এক ঘণ্টার খেলা বাকি রেখে ৯ উইকেট হারিয়ে ৪০০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। যার ফলে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়াকে ৫৩৮ রানের বড় টার্গেট দেয় পাকিস্তান। 

৫৩৮ রানের অসম্ভব লক্ষ্যে খেলতে নামা অজিরা লাঞ্চের পরই মাত্র ১৬৪ রানেই গুটিয়ে গেছে। প্রথম টেস্টে সেঞ্চুরি করে ম্যাচ বাঁচানো ওপেনার উসমান খাজা ইনজুরির কারণে ব্যাটিংয়ে নামতে না পারা অজিদের জন্য বড় ধাক্কা হয়ে আসে। ফলে ৯ উইকেট হারিয়েই হার মানতে বাধ্য হয় অজিরা। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো পাকিস্তান। 

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর