২০ অক্টোবর, ২০১৮ ২২:০৬

ধোনির বাজে ফর্মের জেরে ভারতের ওয়ানডে দলে ঋষভ পন্ত

অনলাইন ডেস্ক

ধোনির বাজে ফর্মের জেরে ভারতের ওয়ানডে দলে ঋষভ পন্ত

ফাইল ছবি

টেস্ট সিরিজ ২-০ জেতার পর ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি শুরু ভারতের৷ রবিবার গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নামছে কোহলি বাহিনী৷ গতকাল শুক্রবার হালকা মেজাজে অনুশীলন করেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷

এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের সঙ্গে এবার যোগ দিয়েছেন বিরাট কোহলি৷ ইংল্যান্ড সফরের পর এশিয়া কাপ থেকে বিরাট সরে দাঁড়ালেও ভারতের চ্যাম্পিয়ন হতে অসুবিধা হয়নি৷ রোহিত শর্মার নেতৃত্বে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে এশিয়া সেরা হয় ভারত৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অবশ্য ভারতকে নেতৃত্ব দেবেন কোহলি৷

এদিন অনুশীলনে খোশমেজাজে ছিলেন ভারত অধিনায়ক৷ ফুটবলেও নিজের স্কিল দেখালেন বিরাট৷ বারসাপারা স্টেডিয়ামে এদিন অনুশীলনে ছিলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, লোকেশ রাহুল, উমেশ যাদব এবং মোহম্মদ শামি৷ ধোনিদের অনুশীলনের সেই ছবি পোস্ট হয় বিসিসিআই'র টুইটারে৷ টেস্ট সিরিজের সাফল্য ওয়ানডে সিরিজেও ধরে রাখতে চায় বিরাটরা৷ টেস্ট সিরিজে দারুণ ব্যাটিং করায় প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেলেন ঋষভ পন্ত৷

এশিয়া কাপে ধোনির ব্যাটিং ফর্ম দেখে এই সিরিজে ঋষভ পন্তকে দলে রাখেন নির্বাচকরা৷ ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট সিরিজেই শতরান আসে পন্তের ব্যাট থেকে৷ তারপর সদ্যসমাপ্ত সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’ ম্যাচর টেস্ট সিরিজে দারণ ব্যাটিং করে ওয়ানডে সিরিজেও দলে জায়গা করে নেন দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যান৷

ওয়ানডে দলে দারুণ প্রত্যাবর্তন রবীন্দ্র জাদেজার৷ এশিয়া কাপে সফল প্রত্যাবর্তনের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের জায়গা পাকা করেন এই বাঁহাতি অলরাউন্ডার৷ তবে চোটের জন্য এই সিরিজেও নেই হার্দিক পান্ডিয়া৷


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর