২১ অক্টোবর, ২০১৮ ১৬:২১

ঐক্যের ডাক রামোসের

অনলাইন ডেস্ক

ঐক্যের ডাক রামোসের

ফাইল ছবি

লা লিগায় ফের পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ। পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর কোনোভাবেই যেন ঘুরে দাঁড়াতে পারছে না স্প্যানিশ জায়ান্টরা। শনিবার নিজ মাঠে লেভান্তের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে রিয়াল। এই নিয়ে সর্বশেষ সব ধরনের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই পরাজিত হল ক্লাবটি। এই পরাজয়ের পর নব নিযুক্ত কোচ জুলেন লোপেতেগুই বরখাস্ত হতে পারে বলে ইঙ্গিত করেছে স্থানীয় গণমাধ্যমগুলো। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, বার্সেলোনার বিপক্ষে আসন্ন এল ক্ল্যাসিকোতেই এই কোচ থাকছেন কিনা তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে সকলকে একতাবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। চাপের মধ্যে থাকা কোচকে সমর্থন দিয়ে রামোস সাংবাদিকদের বলেন, ‘মাদ্রিদ কোনোভাবেই পেরে উঠছে না। এটি খুবই খারাপ বিষয়। কোনোভাবেই এক সঙ্গে তিন পয়েন্ট সংগ্রহ করতে পারছে না। আজ দলের সবাই জয়ের জন্য যা কিছু করা দরকার তার সবই করেছে। কিন্তু ভাগ্যদেবী যেন আমাদের দিকে মুখ ফিরিয়ে তাকাচ্ছে না। কারো ব্যক্তিগত ভুল দেখা যাচ্ছে না। আমরা সুনির্দিষ্টভাবে কাউকেই অভিযুক্ত করতে পারছি না। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের একতাবদ্ধ হতে হবে। লোপতেগুই একজন খুবই ভাল প্রেরণাদাতা ব্যক্তি। সে আমাদের অনুপ্রাণীত করেছে। যে কারণে আমাদের মধ্যে আত্মবিশ্বাসও এসেছে। এখন আমাদের দরকার একতা।’

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর