Bangladesh Pratidin

প্রকাশ : ২২ অক্টোবর, ২০১৮ ১২:১৩ অনলাইন ভার্সন
বিশ্বকাপে জ্বলে উঠবেন ধোনি, আশাবাদী সৌরভ
অনলাইন ডেস্ক
বিশ্বকাপে জ্বলে উঠবেন ধোনি, আশাবাদী সৌরভ

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতের অন্যতম সেরা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির। চলতি বছরে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ১০ ইনিংসে তাঁর গড় ২৮.‌১২। ব্যাট হাতে বিশেষ সাফল্য পাচ্ছেন তিনি। তবুও আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে তাকে বাদ দিয়ে দল তৈরি করার কথা ভাবাই যাচ্ছে না। ধোনি নিজেও তাকিয়ে আছেন বিশ্বকাপের দিকে।

এদিকে সৌরভ গাঙ্গুলিও মনে করেন, বিশ্বকাপে ভাল খেলবেন ধোনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সীমিত ওভারের সিরিজ ধোনির কাছে খুব গুরুত্বপূর্ণ, মনে করেন সৌরভ। এছাড়া, এই সিরিজেই দলে নেওয়া হয়েছে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে।

বিশেষজ্ঞদের মত, আগামী বিশ্বকাপের দিকে তাকিয়ে ধোনির পাশাপাশি পন্থকেও তৈরি রাখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম একদিনের ম্যাচ দেখার জন্য গুয়াহাটিতে ছিলেন সৌরভ। সেখানেই ম্যাচ দেখার ফাঁকে তিনি বলেন, ‘‌জানি না তখন (‌বিশ্বকাপের সময়)‌ কী কম্বিনেশনের কথা ভাবা হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত, ও (‌ধোনি)‌ বিশ্বকাপে ভাল করবে। তার আগে এটা ওর কাছে বড় সিরিজ।’‌ 

উল্লেখ্য, আগামী বিশ্বকাপে খেলা হবে রাউন্ড-রবিন ফরম্যাটে। ১০টা দলই খেলবে পরস্পরের বিরুদ্ধে। প্রথম চারে থাকা দলগুলো খেলবে সেমিফাইনালে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow