Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০১৮ ০৯:৫৫ অনলাইন ভার্সন
অপ্রতিরোধ্য আর্সেনাল, টানা ১০ জয়
অনলাইন ডেস্ক
অপ্রতিরোধ্য আর্সেনাল, টানা ১০ জয়
সংগৃহীত ছবি

দুর্দান্ত ফর্মে আছে আর্সেনাল। সবধরনের প্রতিযোগিতায় তুলে নেয় টানা ১০ জয় তুলে নেয় উনাই এমরির শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগেই টানা সপ্তম জয়। যদিও ম্যানচেস্টার সিটি ও চেলসির বিপক্ষে দুই হাইভোল্টেজ ম্যাচে হার দেখেছিল তারা।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সোমবার লেস্টার সিটিকে আতিথিয়েতা জানায় আর্সেনাল। আর এ ম্যাচে পিয়েরি-এমরিক আউবামেয়াংয়ের জোড়া গোল ও মেসুত ওজিলের এক গোলে লেস্টারকে ৩-১ ব্যবধানে হারায় গানাররা।

শুরুতে অবশ্য আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। ৩১ মিনিটে বেলেরিন নিজেদের জালেই বল জড়িয়ে দেন। তবে বিরতির আগে ৪৫ মিনিটে ওজিল গোল করে সমতায় ফেরান নিজ দলকে। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন আউবামেয়াং। ৬৩ ও ৬৬ মিনিটে এই স্ট্রাইকার গোল দু'টি করেন।

এ জয়ের ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে আর্সেনাল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow