১১ নভেম্বর, ২০১৮ ০৩:৫১

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের দলে চমক, স্কোয়াডে আফ্রিদি

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের দলে চমক, স্কোয়াডে আফ্রিদি

ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে চমক দিল পাকিস্তান। প্রথম দু’টি টেস্টের জন্য ১৫ জনের স্কোয়াডে জায়গা পেলেন শাহীন শাহ আফ্রিদি। গত এপ্রিলে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ম্যাচে জাতীয় দলের জার্সি হাতে পান এই বাঁ-হাতি পেসার৷ গত সেপ্টেম্বরে এশিয়া কাপের আসরে তার ওয়ানডে অভিষেক হয়। এই প্রথম বার টেস্ট দলে ঢুকে পড়া আফ্রিদি এবার দীর্ঘতম ফর্ম্যাটে মাঠে নেমে পড়ার অপেক্ষায়৷

গত বছর কাইদ-ই-আজম ট্রফিতে আত্মপ্রকাশেই ৩৯ রানে ৮ উইকেট নিয়ে সংবাদ শিরোনামে আসেন শাহীন৷ এশিয়া কাপের পর থেকে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের প্রথম দু’টি ম্যাচে চারটি করে মোট আটটি উইকেট নিয়েছেন তিনি৷ টি-২০ মিলিয়ে শেষ কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচে আফ্রিদির ঝুলিতে ঢুকেছে ১১টি উইকেট৷ স্বাভাবিকভাবেই নিজের সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে টেস্ট দলে জায়গা অর্জন করে নিয়েছেন ১৮ বছর বয়সি এই পেসার৷

পাক নির্বাচক প্রধান ইনজামাম-উল-হকও সেকথাই জানিয়েছেন৷ পিসিবি’র প্রকাশ করা এক বিজ্ঞপ্তি মারফৎ ইনজি স্পষ্ট জানিয়েছেন যে, সাম্প্রতিক পারফরম্যান্স দিয়েই দলে ঢুকেছেন আফ্রিদি৷ পাশাপাশি আরও জানানো হয়েছে যে, প্রথম দু’টি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে দলের অন্যতম সেরা দুই তারকা ফকর জামান ও শাদব খানকে৷ আফ্রিদির সঙ্গে প্রথম বার টেস্ট দলে ঢুকে পড়েছেন সাদ আলিও৷

ফকর হাঁটু এবং শাদব কুঁচকির চোটে ভুগছেন৷ সম্পূর্ণ সেরে ওঠার জন্য তাদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন পাক নির্বাচকরা৷ তৃতীয় টেস্টের আগে দু’জনেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে৷ তাই তৃতীয় টেস্টের দলে ফিরতে অসুবিধা নেই ফকর ও শাদবের৷ এবারও দলে জায়গা হয়নি মোহম্মদ আমিরের৷

 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর