১১ নভেম্বর, ২০১৮ ১৪:৫৫

মনোনয়নপত্র সংগ্রহের পর যা বললেন মাশরাফি

অনলাইন ডেস্ক

মনোনয়নপত্র সংগ্রহের পর যা বললেন মাশরাফি

ছবি: জয়ীতা রায়

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হতে মনোনয়নপত্র কেনেন এই তারকা ক্রিকেটার। এ সময় মাশরাফি জানিয়েছেন, নড়াইলকে সুন্দর ও আধুনিক করে সাজাতে চান তিনি।

মনোনয়নপত্র কেনার পর মাশরাফি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর আধুনিক করে সাজাতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি এবং মাশরাফির শুভানুধ্যায়ীরা।

এর আগে রবিবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়ন ফরম কেনেন মাশরাফি। ধানমন্ডিতে মনোনয়নপত্র কিনতে আসার আগে মাশরাফি গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে তার দোয়া নেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর