১১ নভেম্বর, ২০১৮ ১৫:৫৬

'ব্রাজিল দলে ফিরবে ফার্নান্দিনহো'

অনলাইন ডেস্ক

'ব্রাজিল দলে ফিরবে ফার্নান্দিনহো'

ব্রাজিলের বর্তমান দলের অনেক তারকারই বয়স হয়েছে। মার্সেলো, সিলভা, মিরান্ডা, ফার্নান্দিনহো, দানি আলভেজদের বয়স হয়েছে অনেক। তাই ২০২২ সালের বিশ্বকাপে ভালো করার জন্য এখন থেকেই হয়তো যে কোন কোচ ভবিষ্যত তারকাদের তৈরি করার জন্য কাজ করতে চাইবেন।
 
তবে সেই পথে হাটলেন না ব্রাজিল কোচ। ভবিষ্যত নিয়ে এখুনি কাজ করতে চাইলেন না ব্রাজিলের এই কোচ। তিনি জানিয়ে দিলেন পারফর্মেন্সই সব কথা বলবে।

ব্রাজিলের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে টিটে বলেন, আমরা কোপা আমেরিকা জিতার জন্য খেলব। এটাই আমাদের কাছে সবার আগে প্রধান্য পাবে, বিশ্বকাপ নয়। যে সেরা ফর্মে থাকবে তারাই দলে ডাক পাবে। যদি ২০২২ বিশ্বকাপের সময় তার অনেক বয়সও হয়ে যায় তাহলেও পারফর্মেন্স তার হয়ে কথা বললে সেই ডাক পাবে কোপাতে।

বিশ্বকাপের পর পরই স্পেন থেকে ডেভিড সিলভা অবসরের ঘোষণা দিয়েছিল। কিন্তু বিশ্বকাপের পরও কেন ব্রাজিলের কোন তারকা অবসর নিল না?

জবাবে টিটে বলেন, ডেভিড সিলভা স্পেন থেকে অবসর নিয়েছে? যদি এই কাজটি ফার্নান্দিনহো করত তাহলে আমি তার সাথে কথা বলতাম এবং ফিরে আসার জন্য বলতাম।

টিটে বলেন, ফার্নান্দিনহো আমাদের একজন অধিনায়ক। সে ইউরোপিয়ান ফুটবলে দারুণ খেলছে। অবশ্যই সে ব্রাজিল দলে ফিরে আসবে।

বিডি প্রতিদিন/১১ নভেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর