শিরোনাম
১১ নভেম্বর, ২০১৮ ১৭:২২

শেষ বেলায় দেড়শ করে ফিরলেন মুমিনুল

অনলাইন ডেস্ক

শেষ বেলায় দেড়শ করে ফিরলেন মুমিনুল

দলের দুঃসময়ে হাল ধরেছিলেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মুমিনুল হক। এ জুটির বোঝাপড়ায় দলে রানের চাকা সচল। রান উঠেছে রেকর্ড পরিমাণ। বাংলাদেশের সর্বোচ্চ চতুর্থ উইকেটের জুটি এটি।

আগে এই রেকর্ডের মালিক ছিলেন মুমিনুল ও লিটন দাস। তাদের রান ছিল ১৮০। চলতি বছরেই শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে এই রান তোলেন তারা।

দলের হাল ধরা সেই মুমিনুল শেষ বেলায় ১৬১ রানে করে সাঝঁঘরে ফিরেন। আউট হওয়ার আগে টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করেন। 

সেই সময় ১১১ রানে ক্রিজে অপরাজিত ছিলেন মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম। দু’জনের ব্যাটে গড়ে উঠল ২৬৬ রানের বিশাল এক জুটি। ১৫০ রানের গণ্ডি পেরিয়ে চলে যায় ১৬০ এর ঘরে গিয়ে বিদায় নেন বাংলাদেশের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক।

তেন্দাই চাতারাকে চেয়েছিলেন কাভার ড্রাইভ করতে। কিন্তু বল চলে যায় পয়েন্টে দাঁড়ানো ব্রায়ান চারির হাতে। অনায়াসেই বলটা তালুবন্দী করে ফেলেন চারি। ২৪৭ বলে ১৬১ রানের অনবদ্য ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৯টি বাউন্ডারিতে।

বিডি প্রতিদিন/১১ নভেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর