১২ নভেম্বর, ২০১৮ ০০:১৭

টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত

অনলাইন ডেস্ক

টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত

সংগৃহীত ছবি

সহজেই ম্যাচ জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল ভারত। তবে শেষ ওভারে ম্যাচ জমিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মোক্ষম সময়ে স্নায়ুর চাপ সামলে আবারও একটা ম্যাচ বের করে নিল টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ৬ উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা।  

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে লড়াইয়ে ফিরলেও ভারতীয় ব্যাটিংকে নাস্তানাবুদ করতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজ বোলাররা। এর আগের দুইটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার দল। তৃতীয় ম্যাচটা ছিল শুধুই নিয়মরক্ষার। সেই ম্যাচেও জয়ে ফিরতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ভারত সফরে তাদের প্রাপ্তি একটা একদিনের ম্যাচে জয়।    

এদিন শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ১৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন কেএল রাহুল। তখন মনে হচ্ছিল, ভারত বুঝি চাপে পড়তে চলেছে। কেননা, ভারতীয় মিডলঅর্ডার বেশ কয়েকটা ম্যাচেই তাল সামলাতে পারছে না। এরপর ম্যাচের হাল ধরেন শিখর ধাওয়ান ও ঋষভ পন্থ। টি-টোয়েন্টি সিরিজ থেকে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন শিখর ধাওয়ান। ৬২ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, ঋষভের ব্যাটে এল ৩৮ রানে ৫৮। দু'জনের চওড়া ব্যাটের সৌজন্যে ১৮২ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।
   
এদিন ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং জয়ে কাছাকাছি চলে গিয়েছিল। তবে এটাও সত্যিই বুমরাহকে বিশ্রাম দিয়েছিল ভারত। ডারেন ব্র্যাভো করেন ৩৭ বলে ৪৩। নিকোলাস পুরান করেন ২৫ বলে ৫৩। নির্ধারিত ২০ ওভারে উইন্ডিজ তোলে ১৮১ রান। কিন্তু শক্তিশালী ভারতের বিরুদ্ধে ওই স্কোর যথেষ্ট ছিল না। ১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর