১২ নভেম্বর, ২০১৮ ০৮:৪৯

মুশফিক-মুমিনুলের প্রশংসায় জারভিস

অনলাইন ডেস্ক

মুশফিক-মুমিনুলের প্রশংসায় জারভিস

ফাইল ছবি

ঢাকা টেস্টে টাইগারদের শুরুটা মোটেও ভালো হয়নি। খেলার শুরুর পর এক ঘণ্টা যেতে না যেতেই তিন উইকেট নেই বাংলাদেশের। মাত্র ২৬ রানেই ৩ উইকেটের পতন! কিলারের ভুমিকায় অবতীর্ণ হন জিম্বাবুইয়ান পেসার কাইল জারভিস।  ৩ উইকেটের মধ্যে তারই ছিল দুটি (ইমরুল ০, লিটন ৯)। ডানহাতি এই পেসারের শেষ সেশনেও তুলে নেন একটি উইকেট (তাইজুল ইসলাম ৪)।

কিন্তু মুশফিকুর রহিম-মুমিনুল হক তারই নাকের ডগার ওপরে দৃঢ় ব্যাটে তুলে নেন সেঞ্চুরি। ৪র্থ উইকেটে গড়েন দেশের সর্বোচ্চ ২৬৬ রানের জুটি। যা মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামেরও এ যাবতকালের বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। কাজেই তাদের উচ্ছ্বসিত প্রশংসা না করে পারলেন না সেই জারভিসও।

রবিবার প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমার মনে হয় সকালে উইকেটে আর্দ্রতা ছিলো। সিমারদের জন্য উইকেট তুলে নেয়া কাজটি বেশ সহজ ছিলো। কিন্তু মুমিনুল, মুশফিককে ক্রেডিট দিতেই হয়। কারণ তারা কঠিন সময়েও অসাধারণ ব্যাটিং করেছে। অবশ্যই কৃতিত্বটি তাদের। তা না হলে ওই সময় খুব সহজেই ওরা ৫ থেকে ৬টি উইকেট হারাতে পারতো।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর