১৪ নভেম্বর, ২০১৮ ০৫:১৮

অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক রোহিত

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক রোহিত

বিরাট কোহলি কিংবা মহেন্দ্র সিং ধোনিরা যা পারেননি রবিবার চেন্নাইয়ে সেটাই করে দেখালেন নেতা রোহিত শর্মা। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দু'বার ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার নজির গড়লেন রোহিত। ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষ হতেই রোহিতের মুখে অস্ট্রেলিয়া সিরিজের কথা। অস্ট্রেলিয়া সফরে কঠিন লড়াই অপেক্ষা করছে বলেই যেন সতর্ক করে দিলেন 'হিটম্যান'।

আসন্ন অস্ট্রেলিয়া সফরের শুরুতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জয়ের ইতিবাচক দিকগুলো অস্ট্রেলিয়ায় সাহায্য করবে বলেই মনে করেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর রোহিত অস্ট্রেলিয়া সফর নিয়ে বলেন, "অস্ট্রেলিয়া সবসময়ের জন্য চ্যালেঞ্জিং। আপনি যখনই ঐ দেশে যাবেন প্রতিবারই আপনাকে ব্যক্তিগত এবং দলগত পরীক্ষা দিতে হবে। অস্ট্রেলিয়ায় কিন্তু কঠিন লড়াই হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল হিসেবে যা করেছি সেটাই আমাদের ওখানে করতে হবে। এই মুহূর্তে দলের মনোবল তুঙ্গে রয়েছে। অস্ট্রেলিয়ায় আমাদের সেরা অস্ত্রগুলো প্রয়োগ করতে হবে।"


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর