১৪ নভেম্বর, ২০১৮ ১০:০৯

ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ব্রেন্ডন টেইলরের সঙ্গে পিটার মুরের প্রতিরোধের পরও তাইজুল ইসলাম ও মিরাজের ঘূর্ণিতে তৃতীয় দিন শেষে ফলোঅনে পড়ে জিম্বাবুয়ে! কিন্তু তাদের দ্বিতীয় ইনিংসে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় শুরুতেই কাইল জার্ভিসের একই ওভারে বিদায় নেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাশ (৬) ও ইমরুল কায়েস (৩)। এরপর থিরিপানোর বলে মাত্র ১ রানেই ফিরে যান প্রথম ইনিংসে ১৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলা মুমিনুল হক।  

প্রথম ইনিংসে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিমের এখন ক্রিজে আছেন মোহাম্মদ মিঠুন। 

যদিও তৃতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হলে ধারণা করা হয়েছিল সফরকারীদের ফের ব্যাটিং করাবে টাইগাররা। 

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি (২১৯) ও মুমিনুল হকের সেঞ্চুরিতে (১৬১) ৭ উইকেট হারানোর পর ৫২২ রানের বড় সংগ্রহের পর ইনিংস ঘোষণা করে।

জবাবে ব্র্যান্ডন টেইলরের সেঞ্চুরি (১১০) স্বত্ত্বেও ৩০৪ রানে থামে জিম্বাবুয়ে। ফলে ২১৮ রানে প্রথম ইনিংসে পিছিয়ে থাকে হ্যামিল্টন মাসাকাদজা ও তার দল। কিন্তু বড় লক্ষ্য দেওয়ার আশায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে মাহমুদউল্লাহর দল।  

বাংলাদেশি বোলারদের মধ্যে টানা ৩ ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েন স্পিনার তাইজুল ইসলাম।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর