১৫ নভেম্বর, ২০১৮ ০৩:৩৮

'টেক্সট মেসেজ' পাঠিয়ে স্টার্ককে বাদ দিল কেকেআর!

অনলাইন ডেস্ক

'টেক্সট মেসেজ' পাঠিয়ে স্টার্ককে বাদ দিল কেকেআর!

অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ককে 'টেক্সট মেসেজ' পাঠিয়ে দল থেকে ছেঁটে ফেলল কলকাতা নাইট রাইডার্স। বুধবার এ খবর নিজেই জানালেন স্টার্ক।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে স্টার্ক বলেছেন, “দিন দুয়েক আগে কলকাতার মালিকদের থেকে আমি একটা টেক্সট মেসেজ পাই। তাতেই বলা হয়েছিল যে আমাকে রিলিজ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এপ্রিলে ঘরেই থাকব। গত মৌসুমে টিবিয়ায় চোটের জন্য খেলতে পারিনি। আগামী মৌসুমে আইপিএল না খেললে ইংল্যান্ডে ছয় মাসের লাগাতার ক্রিকেটের জন্য তরতাজা থাকতে পারব। অস্ট্রেলিয়ার হয়ে যতটা সম্ভব বেশি টেস্ট ও একদিনের ক্রিকেট খেলাই আমার লক্ষ্য। আর্থিক ভাবে আইপিএল হল দারুণ বোনাস। তবে বেশি টেস্ট খেলার জন্য যদি আইপিএল মিস করি, আমার তার জন্য কোন আক্ষেপ নেই।”

উল্লেখ্য, আইপিএলের ঠিক পরেই যেহেতু বিশ্বকাপ, তাই ক্রিকেট অস্ট্রেলিয়া একটা সময়সীমাও বেঁধে দিতে পারে ক্রিকেটারদের জন্য। যার পরে আইপিএলে খেলতে পারবেন না কোন অজি ক্রিকেটার। আইপিএল ও বিশ্বকাপের মধ্যে বেশি দিনের বিরতি নেই বলেই বিসিসিআই চাইছে আগে-ভাগে আইপিএল শুরু করতে। ফলে মার্চের মাঝামাঝিও শুরু হতে পারে আইপিএল। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর