Bangladesh Pratidin

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০১৮ ১৫:৩৭ অনলাইন ভার্সন
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮ ১৯:৩৬
নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফির খেলা নিয়ে শঙ্কা
অনলাইন ডেস্ক
নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফির খেলা নিয়ে শঙ্কা
মাশরাফি বিন মর্তুজা (ফাইল ছবি)

সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনা বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপান।

আগামী বৃহস্পতিবার থেকে ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর ঠিক ২৮দিন পর জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ নির্ধারিত হয়ে রয়েছে। ফলে মাশরাফি ওয়ানডে সিরিজে অংশ নেওয়া নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে।

এমন বিষয় সামনে এনে সাংবাদিকরা জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলার সম্ভাবনা নেই অধিনায়ক মাশরাফির। 

এদিকে, বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক হোম সিরিজে অংশ নিতে গতকাল বুধবার ঢাকায় এসেছে উইন্ডিজ ক্রিকেট দলের ১০ জন সদস্য। বাকিরা আজ কালের মধ্যে চলে আসবেন।

বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow