১৬ নভেম্বর, ২০১৮ ০৬:৩৭

বিদায়ী ম্যাচে রুনিকে জয় উপহার ইংল্যান্ডের

অনলাইন ডেস্ক

বিদায়ী ম্যাচে রুনিকে জয় উপহার ইংল্যান্ডের

রুনিকে ফেয়ারওয়েল ম্যাচে জয় উপহার সতীর্থদের। বৃহস্পতিবার রাতে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নেমছিলেন ওয়েইন রুনি। তিনি গোল না পেলেও তার দলের জয় পেতে অসুবিধে হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে উড়িয়ে দিল ইংল্যান্ড।

৩৩ এর রুনি এদিন মাঠে ৩৩ মিনিট দাপিয়ে ফুটবল খেললেন, বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেন। দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামেন তিনি (৫৭মি)। রুনির পায়ে বল পড়লেই ওয়েম্বলির ৬৮হাজারের বেশি দর্শক এদিন ‘রুনি রুনি’ শব্দব্রহ্মে ফেটে পড়েছে। দেশের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটা এভাবেই স্মরণীয় করে রাখলেন ব্রিটিশ ফুটবলের ‘ওয়ান্ডার বয়’।

দেশের জার্সিতে ১২০ তম ম্যাচে এদিন ক্যাপ্টেন্স আর্ম ব্যান্ড ছিল তার হাতে। আর বিদায়বেলায় তিন গোলে ম্যাচ জিতে ক্যাপ্টেন রুনিকে পারফেক্টে ফেয়ারওয়েল গিফট দিল ইংল্যান্ড। 

১৫ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে এভাবেই ইতি টানলেন রুনি। দেশের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচে গোল না পেলেও ২০০ ম্যাচে রুনির গোলের সংখ্যা ৫৩।
 
ইংল্যান্ডের হয়ে এদিন গোল তিনটি করেছেন লিনগার্ড (২৫মি), আর্নল্ড (২৭মি) ও উইলসন (৭৭মি)।

বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর