Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ নভেম্বর, ২০১৮ ০৯:৪৪
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮ ১০:০৭

সিরিজ শুরুর আগেই ভারতীয় দলকে স্টিভ ওয়াহ'র 'খোঁচা'

অনলাইন ডেস্ক

সিরিজ শুরুর আগেই ভারতীয় দলকে স্টিভ ওয়াহ'র 'খোঁচা'

সামনে ভারতের অস্ট্রেলিয়া সফর। সিরিজের বল গড়ানোর আগেই মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়াহ। অতীতে ভারতের সেরা দলগুলোর বিরুদ্ধে তিনি খেলেছেন। তখন ভারত দলে ছিল শচীন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়ের মতো খেলোয়াড়রা। তারও আগে মোহাম্মদ আজহারউদ্দিন সময়ও ওয়াহ খেলেছেন অজিদের হয়ে।

সেই অভিজ্ঞতা থেকে ওয়াহ বলছেন, ‘‘ভারতের সেরা দলগুলোর বিরুদ্ধে আমার খেলার অভিজ্ঞতা রয়েছে। ওই দলগুলোর বিরুদ্ধে প্রবল প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছিল। বিরাট কোহলির এই দলটা ভারতের সেরা, এটা আমার মনে হয় না।''

এদিকে, ইংল্যান্ড সফর চলাকালীন ভারতের হেড কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, গত ১৫-২০ বছরে বিদেশে এটাই সেরা ভারতীয় দল।  তারই জের ধরে স্টিভ বলেন, ‘‘দলটাকে উজ্জীবিত করার জন্য এমন কথা বলেছিল শাস্ত্রী। নিজের দলের উপরে বিশ্বাস থাকা ভাল। তবে এর জন্য এমন মন্তব্য করা ঠিক নয়।’’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য