শিরোনাম
১৬ নভেম্বর, ২০১৮ ১২:৪৫

যুবরাজ সিংকে ছেড়ে দিল পাঞ্জাব

অনলাইন ডেস্ক

যুবরাজ সিংকে ছেড়ে দিল পাঞ্জাব

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাব ছেড়ে দিল যুবরাজ সিংকে। ২০১৮ সালে আইপিএলে আট ম্যাচে মাত্র ৬৫ রান করেছিলেন যুবি। তাই প্রীতি জিন্তার দল যুবিকে রাখার আগ্রহ দেখায়নি।

এছাড়া ছেড়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ ও বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলকেও। ফিঞ্চ ১০ ম্যাচে করেছিলেন ১৩৪। অক্ষর প্যাটেল নয় ম্যাচে নিয়েছিলেন মাত্র ৩ উইকেট। করেছিলেন ৮০ রান। তাৎপর্যের ছিল ২০১৮ আইপিএলের নিলামের আগে একমাত্র অক্ষর প্যাটেলকেই রেখে দিয়েছিল পাঞ্জাব। কিন্তু তিনি প্রত্যাশাপূরণে ব্যর্থ। 

এছাড়া পাঞ্জাব ছেড়ে দিয়েছে ভারতীয় পেসার মোহিত শর্মা, বরিন্দার স্রানকে। মনোজ তিওয়ারিকেও তারা রাখছে না। 

৯ জন খেলোয়াড়কে রেখে দিয়েছে পাঞ্জাব। তাদের মধ্যে আছেন অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত রাজপুত। বিদেশিদের মধ্যে রেখে দেওয়া হয়েছে ক্রিস গেইল, ডেভিড মিলার, অ্যান্ড্রু টাই, মুজিবর রহমনাকে। এছাড়া মার্কাস স্টোইনিসের বদলে আরসিবি থেকে নেওয়া হয়েছে মণদীপ সিংকে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর