১৯ নভেম্বর, ২০১৮ ১০:৩৩

অস্ট্রেলিয়ায় শেন ওয়ার্নের পরামর্শ কাজে লাগাবেন কুলদীপ

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় শেন ওয়ার্নের পরামর্শ কাজে লাগাবেন কুলদীপ

ফাইল ছবি

শেন ওয়ার্নের যে তিনি বিরাট ভক্ত, সেটা সবার জানা। এর মধ্যে পরামর্শ চেয়ে ওয়ার্নকে ফোনও করে ফেলেছেন কুলদীপ যাদব। আর ওয়ার্ন বলেছেন, অস্ট্রেলিয়ায় পৌঁছে কুলদীপ যেন তার সঙ্গে দেখা করেন।

ওয়ার্নের কাছে সাহায্য চাওয়ার কথা জানিয়ে কুলদীপ নিজে জানান, ‘‌বরাবরই শেন ওয়ার্নকে অনুসরণ করে এসেছি। তাই দিন কয়েক আগে তার সঙ্গে একবার কথা বলি। উনি আমাকে দেখা করতে বলেছেন।’‌ 

তবে এক দফা পরামর্শ অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনারের থেকে পেয়ে গেছেন কুলদীপ। কুলদীপ বলেন, ‘‌উনি আমাকে স্বাভাবিক বল করতে বলেছেন। ওভার দ্য উইকেট, রাউন্ড দ্য উইকেট বল করে বৈচিত্র‌্য আনতে বলেছেন।’‌ 

অস্ট্রেলিয়ার উইকেটে বাউন্স থাকবে, সেটা ভাল করে বুঝে গেছেন। কুলদীপের বক্তব্য, ‘‌উইকেটে যে বাউন্সটা থাকবে, সেটা আমি কাজে লাগাতে পারি। আর আমরা স্পিনাররা ভাল বল করতে পারলে দলও সফল হবে। এটাই আমার প্রথম অস্ট্রেলিয়া সফর। বিদেশে বল করতে গেলে মূল বিষয়গুলো ঠিক রাখতে হবে। আমিও সেটাই করব। কোনও বৈচিত্র‌্য নয়। নিজেকে রহস্যময় বোলার নয়, ভাল বোলার হিসেবে তুলে ধরতে চাই।’‌

অস্ট্রেলিয়ার উইকেটে কোকাবুরা বলে বল করতে হবে। তা নিয়ে কুলদীপ বলেন, ‘‌‌ডিউক বলে খুব একটা বল করিনি। এসজি বলেই বল করতে অভ্যস্ত। কোকাবুরাও ভাল বল। তিন ধরণের বলই ভাল। খুব একটা তফাত নেই বলগুলোর মধ্যে। কোন বলেই বল করতে আমার আপত্তি বা সমস্যা নেই।’‌‌


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

সর্বশেষ খবর