২০ নভেম্বর, ২০১৮ ০৮:৫৪

‘ফ্রান্সের কোচ হিসেবেও সফল হবেন জিদান’

নিজস্ব প্রতিবেদক

‘ফ্রান্সের কোচ হিসেবেও সফল হবেন জিদান’

চলতি বছরের মে’তে রিয়াল মাদ্রিদের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেন ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান। দেশের জার্সিতে তিনি খেলেছেন ১০৬টি ম্যাচ। ১৯৯৮ বিশ্বকাপে ফরাসিদের প্রথম শিরোপা জয়ের অন্যতম কারিগরও ছিলেন জিদান।

সেই দলের অন্যতম সদস্য ছিলেন দিদিয়ের দেশম। গত জুনে দলকে রাশিয়ায় বিশ্বকাপও জিতিয়েছেন তিনি। ১৯৮৪ সালে মিশেল হিদেলগোর পদত্যাগের পর ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে কোচের পদে থাকা ব্যক্তিও দেশম। আরও কতদিন থাকবেন সেটাও অজানা।

এর মধ্যেই অ্যান্থনিও গ্রিজম্যান বলছেন, জাতীয় দলের কোচ হিসেবে সফল হতে পারেন জিদান। ইএসপিএন এফসিকে দেয়া সাক্ষাতকারে খোলামেলাভাবেই জিদানের কথা বলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা।

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সফল জিদান। লস ব্লাঙ্কোসদের টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন তিনি।

গ্রিজম্যান মতে রিয়ালের মত ফ্রান্সেও সফল হবেন জিদান, ‘দেশম জাতীয় দলের ম্যানেজার হিসেবে কতদিন থাকতে চান তা আমি জানি না। তিনি তার সম্মান অর্জন করেছেন এবং আমি মনে করি, যতদিন চান তিনি ততদিন থাকতে পারেন। আসলে দেশম অসাধারণ কাজ করেছেন। তারপরও আমি মনে করি, জিদান সবচেয়ে ভাল ম্যানেজার হতে পারেন।’ সূত্র: ঘানাসকারনেট

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর