শিরোনাম
২১ নভেম্বর, ২০১৮ ০২:০৮

বিরাট কোহলির কাছে আগ্রাসনের অর্থ কী?

অনলাইন ডেস্ক

বিরাট কোহলির কাছে আগ্রাসনের অর্থ কী?

ফাইল ছবি

আগ্রাসন, এই শব্দের আক্ষরিক অর্থ হল- বৈদেশিক রাজ্য বা দেশকে গ্রাস করা বা আক্রমণ করার প্রবৃত্তি। বিরাট কোহলির কাছেও আগ্রাসন শব্দের মানে অনেকটা এমনই। বিরাটের অভিধানে আগ্রাসন মানে, যে কোন মূল্যে ম্যাচ জেতা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর ঠিক আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতীয় অধিনায়ক পরিষ্কার বুঝিয়ে দিলেন, আগ্রাসন বলতে তিনি কী বোঝেন। কোহলির সাফ কথা, জেতার জন্য প্যাশন, সেটাই তার কাছে আগ্রাসন। এবং এমন একটা মানসিক অবস্থান, যেখানে দলের জন্য প্রতিটা বল জেতা। 

তিনি বলেন, “আগ্রাসন বলতে অনেকে অনেক কিছু বোঝেন, তবে আমার কাছে আগ্রাসন মানে  যে কোনও মূল্যে ম্যাচ জেতা। প্রতিটা বলে নিজের দলের জন্য ১২০ শতাংশ দেওয়া”। বিরাট মনে করেন, ক্রিকেট মাঠে আগ্রাসন মানে প্রতিটা বলে অংশগ্রহন করা, সেটা মাঠে এবং মাঠের বাইরেও।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর