২২ নভেম্বর, ২০১৮ ০৮:৪৫

আরও দুটি মাইলফলকের সামনে মুশফিক

অনলাইন ডেস্ক

আরও দুটি মাইলফলকের সামনে মুশফিক

জিম্বাবুয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির মালিক হয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া এ বছরই তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। এবার সাবেক এই অধিনায়কের সামনে আরও দুটি মাইলফলকের হাতছানি।

আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে মাত্র ৩১ রান করতে পারলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে ৪ হাজার রান পূর্ণ করবেন মুশফিক। আর দুই ইনিংস মিলিয়ে ৮১ রান করলেই তামিম ইকবালকে ছাড়িয়ে দেশের পক্ষে সর্বাধিক টেস্ট রানের মালিকও হয়ে যাবেন তিনি।

বর্তমানে ৬৪ টেস্টে গড়ে ৩৫.৭৫ গড়ে মুশফিকের রান ৩৯৬৯। সম্প্রতিই ২১৯ রানের অপরাজিত একটি ইনিংস খেলে ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও ব্যাপক উন্নতি হয়েছে তার। ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ১৮ নম্বরে।

বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর