৯ ডিসেম্বর, ২০১৮ ১৭:০২

টাইগারদের টার্গেট ১৯৬

অনলাইন ডেস্ক

টাইগারদের টার্গেট ১৯৬

সংগৃহীত ছবি

টেস্টে সিরিজে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও টাইগারদের বোলিং তোপে ব্যর্থ ক্যারিবীয় ব্যাটসম্যানরা। বাংলাদেশ সময় দুপুর ১ টায় শুরু হয় ম্যাচটি। শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট হাতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানেই থেমে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে স্বাগতিকরা। যার ফলটাও হাতেনাতেও পেয়েছে টাইগাররা। 
নিজের চতুর্থ ওভারের শেষ বলে কাইরান পাওয়েলকে ফিরিয়ে উইন্ডিজ শিবিরে প্রথম আঘাত করেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ১০ রানে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইন্ডিজ ওপেনার। 

পরে দলীয় ৬৫ রানে উইকেটে সেট হতে থাকা ড্যারেন ব্রাভোকে দারুণ এক ক্যাচে মাঠ ছাড়া করে তামিম ইকবাল। ২১তম ওভারের চতুর্থ বলে মাশরাফি বিন মর্তুজার করা বলে ব্রাভো তুলে মারলে উড়ে এসে ক্যাচ লুফে নেন তামিম। ৫১ বলে ১৯ রান করেন ব্রাভো। 

তৃতীয় উইকেটের পতন ঘটে ৭৮ রানে। ৫৯ বলে ৪৩ রান করা শাই হোপকে বিদায় করেন টাইগার অধিনায়ক মাশরাফি। মেহেদি হাসান মিরাজের তালুবন্দী হন তিনি। পরে ব্যক্তিগত ৮ ওভারের প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে সিমরন হেটমায়ারকে বোল্ড করে ফেরান মেহেদি হাসান মিরাজ। ব্যক্তিগত ৬ রানে ফেরেন তিনি।

ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে ম্যাচে তৃতীয় উইকেট তুলে নিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যক্তিগত ৮ম ওভারের প্রথম বলেই পান উইকেট। মাশরাফির বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৪ রানে আউট হয়ে ফেরেন রোভম্যান পাওয়েল। 

বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও উইকেট পাচ্ছিলেন না পেসার রুবেল হোসেন। অবশেষে মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে পেলেন প্রথম উইকেট। নিজের ৮ম ওভারের চতুর্থ বলে ২৫ রানে ফেরান স্যামুয়েলসকে। বাউন্ডারিতে দাঁড়ানো লিটন দাস অসাধারণ এক ক্যাচে ফেরান তাকে।

ইনিংসের ৪৭তম ওভারে উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা রোস্টন চেজকে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ বানিয়ে ফেরান এই বাঁহাতি পেসার। ৩৮ বলে ৩২ রান করে ফেরেন চেজ।

পরে শেষ ওভারে মুস্তাফিজের বলে কিমো পল ও দেবেন্দ্র বিশু বিদায় নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ১৯৫ রান।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর