১০ ডিসেম্বর, ২০১৮ ১৩:৪৫

আবারও কি ‘চার ওপেনার’ নিয়ে নামবে টাইগাররা? জানালেন মাশরাফি

অনলাইন ডেস্ক

আবারও কি ‘চার ওপেনার’ নিয়ে নামবে টাইগাররা? জানালেন মাশরাফি

ফাইল ছবি

টেস্টে সিরিজে বিধ্বস্ত হওয়ার পর প্রথম ওয়ানডেতেও হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। মিরপুরে রবিবারের সেই ম্যাচের আগে স্কোয়াডে ইনফর্ম চার ওপেনার থাকায় মধুর সমস্যায় পড়েছিল বাংলাদেশ। সমাধানটাও হলো মধুর। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেন চারজনই।

এদিন শুরুর তিন পজিশনে ছিলেন তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস। ছয়ে খেলেছেন সৌম্য সরকার। ইমরুল (৪) ছাড়া সবাই পেরিয়েছেন দুই অঙ্কের ঘর। তামিম ১২, লিটন ৪১, সৌম্য ১৯।

ম্যাচ শেষে উঠে এল প্রশ্নটি, চার ওপেনার কি পরের দু'টি ওয়ানডেতে ধরে রাখা সম্ভব হবে? জবাবে টাইগার অধিনায়ক মাশরাফি জানালেন দলের ভাবনা-চিন্তার কথা। তিনি বলেন, ‘আমাদের তিন নম্বর পর্যন্ত ইমরুল আছে। সাকিব পাঁচে নেমে এসেছে। সৌম্য ছয়-সাতে নামবে। ছয়-সাতে যারা নামে শটস খেলার সামর্থ্য থাকে, মিঠুনের নেই তা না। কিছুটা সহজ হয়েছে সাকিব পাঁচে ব্যাট করাতে। যেহেতু সাকিব পাঁচে ব্যাট করছিল, সেহেতু মিঠুন অথবা সৌম্য, এক্ষেত্রে সৌম্যর কাছে কিছু ওভার যদি পাওয়া যায়। আর শেষদিকে লেফট-রাইট কম্বিনেশন করা ছিল। সাকিব আউট না হলে রিয়াদ সৌম্যর আগে নামত।’

তিনি আরও বলেন, ‘মিঠুনের সঙ্গে কথা বলেছি। আমি বলবো ও খুব আনলাকি। যে ফর্মে ছিল সেখান থেকে তার খেলতে না পারা দুর্ভাগ্যের। ও পাঁচে ব্যাটিং করেছে, ছয়ে পারবে না তাও না। সাকিব পাঁচে থাকায় ওখানে হেভি ব্যাটসম্যান রাখতে পারলে সুবিধা হত, এই ফরম্যাটে। কিন্তু কোনকিছুই আসলে নিশ্চয়তা দেয় না। তবে শীর্ষ তিনে এদের চার জনের তিন জনেরই খেলার সম্ভাবনা বেশি। যেহেতু এই মুহূর্তে বাইরে ওইরকম কেউ নেই। বেশিরভাগ ম্যাচই এরা খেলে আসছে। এদের চার জন থেকে তিন জন খেলার সম্ভাবনাই বেশি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর