১০ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৯

কয়েনের বদলে ক্রিকেট ব্যাট দিয়ে টস!

অনলাইন ডেস্ক

কয়েনের বদলে ক্রিকেট ব্যাট দিয়ে টস!

টসের জন্য মাঠে দুই অধিনায়ক। রয়েছেন থার্ড আম্পায়ার। তবে কোনও কয়েন নয়, আকাশে ব্যাট ছুড়ে দিলেন এক দলের অধিনায়ক। হ্যাঁ...এমনই হতে চলেছে ভবিষ্যতের ক্রিকেট ম্যাচের টস। অন্তত অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে এমনই হতে চলেছে। 

ক্রিকেটে নতুন নতুন বিষয় শুরু করার জন্য নাম রয়েছে বিগ ব্যাস লিগ (বিবিএল)-এর। এর আগে জিং স্ট্যাম্প প্রথম এখানেই চালু হয়েছিল। জিং স্ট্যাম্প অর্থাৎ, উইকেটের স্ট্যাম্পে বল লাগলেই আলো জ্বলবে। এই একই স্ট্যাম্প এখন আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহার করা হয়। এবার সময় ব্যাট দিয়ে টস করার। 

জানা গেছে, যে দেশের মাটিতে খেলা, সেই দেশের অধিনায়ক টসের সময় ব্যাটটি আকাশে ছুড়ে দেবেন। বিরোধী অধিনায়ক উঁচু (mountain) বা সমতল (plain) ডাক দেবেন। ঠিক যেভাবে হেড বা টেল বলা হয়। বাকি পদ্ধতি একই। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কিম ম্যাককইন বলেন, বিবিএল'ই এটা করে দেখাতে পারে। সূত্র: এই সময়

বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর