১১ ডিসেম্বর, ২০১৮ ০৯:৫১

মেসিকে রোনালদোর 'চ্যালেঞ্জ'

অনলাইন ডেস্ক

মেসিকে রোনালদোর 'চ্যালেঞ্জ'

রাশিয়া বিশ্বকাপের পর ৯৯.২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে প্রিয় ক্লাব স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আর তুরিনের ওল্ড লেডিদের দলে যোগ দিয়ে এবার রোনালদো তার সময়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বার্সা তারকা লিওনেল মেসিকে ইতালিতে খেলার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।

এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘আমি তাকে (মেসি) ইতালিতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আশাকরি আমার মতো সেও এই চ্যালেঞ্জ গ্রহণ করবে। তবে সে যদি সেখানে ভালো থাকে, আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাবো।’

রোনালদোর কাছে জানতে চাওয়া হয় সে কী মেসিকে মিস করেন। জবাবে আর্জেন্টাইন অধিনায়ককে কিছুটা খোঁচা দিয়ে সিআর সেভেন বলেন, ‘না, তবে মনে হয় সে আমাকে মিস করে।’ রোনালদো বলেন, ‘আমি ইংল্যান্ড, স্পেন, ইতালি, পর্তুগাল ও আমার দেশের হয়ে খেলেছি। তবে সে এখনও স্পেনে। হয়তো তার আমাকে আরও প্রয়োজন। আর আমার কাছে জীবন হচ্ছে একটা চ্যালেঞ্জ। আমি এটা পছন্দ করি ও আমি মানুষকে খুশি করাতে আনন্দ পাই।’

৩১ বছর বয়সী রোনালদো অবশ্য মেসির প্রশংসা করতে ভুললেন না। তিনি বলেন, ‘সে অসাধারণ একজন খেলোয়াড় ও ভালো মানুষ, তবে আমি এখানের কিছুই মিস করতে চাই না। এটা আমার নতুন জীবন ও আমি দারুণ আছি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর