১২ ডিসেম্বর, ২০১৮ ০৮:৪৪

মার্তার পায়ের ছাপ ‘হল অব ফেম’ এ

অনলাইন ডেস্ক

মার্তার পায়ের ছাপ ‘হল অব ফেম’ এ

মার্তা

ব্রাজিলের জনপ্রিয় নারী ফুটবলার মার্তা। বিশ্বের অন্যান্য সেরা ফুটবলারদের মতো তিনি নিজের পায়ের ছাপ এঁকেছেন মারাকানায়। আর তা সংগ্রহ করে রেখেছে মারাকানার 'হল অব ফেম'। এ উপলক্ষে রিও ডি জেনোরিয়োর মারাকানায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

মার্তা ছয়বার সেরা নারী ফুটবলারের পুরস্কার জয়ী ব্রাজিলিয়ান ফুটবলার। বর্তমান সময়ে বিশ্বের নারী ফুটবলারদের অনুপ্রেরণারও এক নাম মার্তা।

বিখ্যাত ফুটবলার পেলে, জিকোসহ আরো অনেকের পায়ের ছাপ সংগৃহীত আছে এখানে। এর পাশাপাশি এখানে সংগৃহীত আছে ফুটবলারদের জার্সি, শ্যু এবং বিভিন্ন ট্রফি। হল অব ফেমে নিজের সম্পৃক্ত হওয়াটা বিশ্বব্যাপী নারী ফুটবলারদের জন্য অনুপ্রেরণার বিষয় বলে জানান মার্তা।

তিনি বলেন, 'এখানে আসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এখানে বিখ্যাত অনেক ফুটবলারের অনেক স্মৃতি সংগৃহীত আছে। তাদের সাথে আজ থেকে আমিও যুক্ত হলাম। এর জন্য আমি অনেক আনন্দিত। এটি বিশ্বব্যাপী নারী ফুটবলারদের জন্য মাইলফলক হয়ে থাকবে।'

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর