১২ ডিসেম্বর, ২০১৮ ০৯:৫৭

কুম্বলে ইস্যুতে কোহলির ই-মেইল ফাঁস

অনলাইন ডেস্ক

কুম্বলে ইস্যুতে কোহলির ই-মেইল ফাঁস

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি হল গত বছর কোচের পদ থেকে অনিল কুম্বলের বিদায়। তিনি চলে যাওয়ার পর নিয়োগ পান ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির পছন্দের প্রার্থী রবি শাস্ত্রী। সম্প্রতি কোহলির ই-মেইল ফাঁস হয়েছে। যাতে প্রমাণ হয়েছে, বর্তমান কোচ রবি শাস্ত্রীকে নিয়োগ দেয়ার প্রক্রিয়ায় নিয়ম ভঙ্গ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অধিনায়ক কোহলি নিয়মিতভাবে বোর্ডের নির্বাহী রাহুল জুহরিকে ই-মেইল করতেন। যেসব মেইলের বলি হতে হয়েছে কুম্বলেকে। সেসময় কারণ হিসেবে বোর্ড কুম্বলেকে জানিয়েছিল, তার কোচিং স্টাইলে আপত্তি আছে কোহলির।

ভারতের সাবেক অধিনায়ক কুম্বলে ১ বছরের জন্য ভারতীয় ক্রিকেট কোচের দায়িত্ব পেয়েছিলেন। তার ওই এক বছরে টেস্টে এক নম্বর হওয়ার গৌরব অর্জন করে ভারত। কুম্বলের অধীনে ১৭ টেস্টের মাত্র একটিতে হেরেছিল ভারত। দলের স্থায়ী কোচ হিসেবে কুম্বলেরই নিয়োগ পাওয়ার থাকার কথা ছিল। কিন্তু কোহলির সঙ্গে দূরত্ব সৃষ্টির কারণে সেটা হয়নি। এ দূরত্ব কমানোর চেষ্টা করেছিলেন ভারতীয় ক্রিকেট উপদেষ্টা কমিটির শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ ও সৌরভ গাঙ্গুলী। কিন্তু তারা ব্যর্থ হন। 

সূত্র: ইএসপিএন

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর