১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:৩০

পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন পন্টিং

অনলাইন ডেস্ক

পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন পন্টিং

ফাইল ছবি

শুক্রবার থেকে পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। তাবে অ্যাডিলেডের পিচে ভারত সাহায্য পেলেও তার পুনরাবৃত্তি যে পার্থে ঘটবে না, তা আগাম জানিয়ে রাখলেন রিকি পন্টিং। 

পন্টিং মনে করছেন, অস্ট্রেলিয়াই এই পিচের সাহায্য তুলতে পারবে। তিনি বলেন, ‘‘পার্থের পিচে ভারতীয় ক্রিকেটারদের থেকে অবশ্যই বেশি সাহায্য পাবে অস্ট্রেলিয়া। কিন্তু শুধু পিচের সাহায্য পেলেই চলবে না। সেটা কাজেও লাগাতে হবে।’’

প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক জানিয়েছেন, গত ম্যাচে যা ভুল করেছে, তা এখনই সংশোধন করতে হবে। না হলে ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন। 

পন্টিং আরও বলেন, ‘‘ওরা (অস্ট্রেলিয়া) খুবই খারাপ ক্রিকেট উপহার দিয়েছে। লক্ষ্যের ৩০ রানের কাছে পৌঁছে হারতে হয়েছে আমাদের। এটা মনে রাখতে হবে, ভারতও কিন্তু তাদের সেরা ক্রিকেটটা খেলেনি। ওদের আরও ভাল খেলার ক্ষমতা রয়েছে।’’ 

প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক বলেন, ‘‘এই ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার অনেক কিছু শেখার রয়েছে ঠিকই, কিন্তু তার আগে নিজেদের ভুলগুলো খুঁজে বের করা খুব জরুরি।’’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর