১৩ ডিসেম্বর, ২০১৮ ০৩:২৭

সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে মিরাজের পরিকল্পনা

অনলাইন ডেস্ক

সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে মিরাজের পরিকল্পনা

ফাইল ছবি

টেস্ট সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও দুর্দান্ত জয় পায় টাইগাররা। তবে হেরে যায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। সিলেটের ম্যাচটি তাই জিততেই হবে স্বাগতিকদের। আর এমন জয়ের গল্প এবারই প্রথম নয়!

গত জুলাইয়ে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ঘুরে দাঁড়ায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেন মাশরাফি বাহিনী। তাই আগামী ১৪ ডিসেম্বর সিলেটের ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি মিরাজ উৎসাহ খুঁজছেন জুলাইয়ের ওই সিরিজ থেকেই।

মিরাজ বলেন, 'শেষ ম্যাচটি আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। এমন পরিস্থিতিতে খেলতে নেমে সব ক'বার আমরা দারুণভাবে ফিরে এসেছি। গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আমরা শেষ ম্যাচে জিতে দারুণভাবে সিরিজ জিতি। আমরা ওখান থেকে উৎসাহ নিতে পারি। ঘুরে দাঁড়ানোর ভালো সুযোগ আছে আমাদের সামনে।'

তিনি আরও বলেন, 'শেষ কয়েকটি ম্যাচে আমরা শেষটায় বোলিং পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। বিশেষ করে পেস বোলিংয়ে। আমরা যদি এই জায়গাগুলোর উন্নতি করতে পারি তবে দল উপকৃত হবে। আমাদের ব্যাটসম্যানরা ভালো করছেন। তাদের ওই ধারাটা ধরে রাখতে হবে।'


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর