১৩ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৪

স্টেডিয়ামের বাইরে হাহাকার, টিকেট কালোবাজারীর অভিযোগ

সিলেট ব্যুরো

স্টেডিয়ামের বাইরে হাহাকার, টিকেট কালোবাজারীর অভিযোগ

'টিকেট চাই, টিকেট নাই'- এই দুই শব্দের ঘুরপাক খাচ্ছেন সিলেটের ক্রিকেটপ্রেমীরা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচ সিরিজে এখন সমতা। সিলেটে শেষ ওয়ানডে জয়ের মাধ্যমে ইতোমধ্যে সিরিজ জয়ের ফয়সালা করতে চায় টাইগাররা। 

শুক্রবার দিবারাত্রির শেষে ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে চান সিলেটের ক্রিকেটপ্রেমী দর্শকরা। শুক্রবার হওয়ায় সিরিজের শেষ ম্যাচটি মাঠে বসে দেখার আগ্রহও যেন তুঙ্গে ভক্তদের। তাই টিকেটের জন্য হুমড়ি খেয়ে পড়ে হাজার হাজার দর্শক। কিন্তু দর্শকদের সেই আকাঙ্ক্ষার মাঝে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে টিকেট। 

বৃহস্পতিবার সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে টিকেট কিনতে আসা ভক্তদের দীর্ঘলাইন পড়ে। কিন্তু দীর্ঘসময় পরও টিকেট কিনতে না পেরে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ফিরেন টিকেট প্রত্যাশীদের অনেকেই।

এদিকে, ম্যাচের টিকেট অনেকগুলো কালোবাজারে পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেকে স্টেডিয়ামের বাইরে বেশি দামে টিকেট বিক্রির চেষ্টা চালাচ্ছেন। ফেসবুকের বিভিন্ন পেজেও মিলছে আকাশছোঁয়া দামে সেসব অধরা টিকেটের খোঁজ। 

বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর