১৩ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৯

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে যারা

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে যারা

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৮-১৯ মৌসুমের গ্রুপ পর্বের খেলা শেষে ৩২ দল থেকে ১৬ দল নকআউট পর্ব বা শেষ ষোলো নিশ্চিত করেছে। আগামী ১৭ ডিসেম্বর সুইজারল্যান্ডের নিয়নে নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হবে। 

এক নজরে উত্তীর্ণ হওয়া ১৬ দল ও বাদ যাওয়া ১৬ দল-

‘এ’ গ্রুপ- 
বুরুশিয়া ডর্টমুন্ড ও অ্যাতলেটিকো মাদ্রিদ। বাদ পড়েছে ক্লাব ব্রগা ও মোনাকো।

‘বি’ গ্রুপ-
বার্সেলোনা ও টটেনহ্যাম হটস্পার। বাদ পড়েছে ইন্টার মিলান ও পিএসভি।

‘সি’ গ্রুপ-
পিএসজি ও লিভারপুল। বাদ পড়েছে নাপোলি ও রেড স্টার বেলগ্রেড।

‘ডি’ গ্রুপ-
পোর্তে ও শালকে। বাদ পড়েছে গ্যালাতাসেরায় ও লোকোমোতিভ মস্কো।

‘ই’ গ্রুপ-
বায়ার্ন মিউনিখ ও আয়াক্স। বাদ পড়েছে বেনফিকা ও এইকে এথেন্স।

‘এফ’ গ্রুপ-
ম্যানচেস্টার সিটি ও লিওন। বাদ পড়েছে শাখতার দোনেস্ক ও হফেনহেইম।

‘জি’ গ্রুপ-
রিয়াল মাদ্রিদ ও রোমা। বাদ পড়েছে ভিক্তোরিয়া প্লজেন।

‘এইচ’ গ্রুপ-
জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড। বাদ পড়েছে ভ্যালেন্সিয়া ও ইয়াং বয়েস।

** শেষ ষোলোতে জায়গা পাওয়া প্রথম দল গ্রুপ চ্যাম্পিয়ন ও দ্বিতীয় দল রানারআপ।
** আর বাদ পড়া প্রথম দল সরাসরি খেলবে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ আসর ইউরোপা লিগে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর