১৩ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫৩

পেসারদের নিয়ে আশাবাদী ভারতের বোলিং কোচ

অনলাইন ডেস্ক

পেসারদের নিয়ে আশাবাদী ভারতের বোলিং কোচ

ফাইল ছবি

ইংল্যান্ডে ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, এটাই ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা পেস আক্রমণ। পার্থে সাংবাদিকদের সামনে এসে টিম ইন্ডিয়ার বোলিং কোচ বি অরুণ একই সুরে বললেন, ‘‘শুধুমাত্র অ্যাডিলেড বলে নয়, ধারাবাহিক ভাবে সব জায়গায় ভাল করে চলেছে আমাদের পেসাররা। এটা ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা পেস আক্রমণগুলোর অন্যতম অবশ্যই।’’ 

অরুণের অধীনে নজিরবিহীন সাফল্য পেয়েছে ভারতের বোলিং বিভাগ। সব ক্রিকেট খেলিয়ে দেশের মনে আতঙ্ক তো ছড়িয়ে দিয়েছেই, পরিসংখ্যানের দিক থেকেও ভারতীয় বোলাররা অতীতের অনেককে পিছনে ফেলে দিচ্ছেন। এ বছরেই যেমন দক্ষিণ আফ্রিকায় গিয়ে ৬০টা উইকেটের সব ক’টাই তুলেছেন ভারতীয় বোলাররা। ইংল্যান্ডে ৯০টি (লর্ডসে ইনিংসে জিতেছিলেন জো রুটরা, তাই একটি ইনিংস তাঁরা কম ব্যাট করেছিলেন) উইকেটের মধ্যে ৮২টি তুলেছিলেন। অস্ট্রেলিয়াতে এসেও প্রথম টেস্টে ২০-এ ২০।  

অরুণ বলেন, ‘‘ফাস্ট বোলারদের আলাদা ভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়। রেসের ঘোড়ার মতো ওদের যত্ন নিতে হয়।’’ 

বোলিং কোচ মনে করছেন, ভারতীয় পেস বোলাররা সাফল্য পাচ্ছেন। কারণ, তাঁরা এখন ধারাবাহিকতা দেখাতে পারছেন। তিনি বলেন, ‘‘অতীতে আমরা ধারাবাহিকতার অভাবে ভুগেছি। বোলারদের সঙ্গে বসে এটা নিয়ে আমরা কথা বলেছি। সকলে খুব পরিশ্রম করেছে এই ত্রুটিটা কাটিয়ে তোলার জন্য।’’ 

পার্থের নতুন উইকেট নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। অরুণের যদিও ব্যাখ্যা, পেসারদের আবেগ নয়, মাথা খাটিয়েই বল করতে হবে। ‘‘পেসাররা এ রকম উইকেটে বল করার স্বপ্ন দেখে। কিন্তু বেশি উত্তেজিত হয়ে লক্ষ্য হারিয়ে ফেললে তো চলবে না। বোলারদের ঠিক জায়গায় বল ফেলতে হবে। সেটাই আসল।’’ 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর